মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে উপস্থিত থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ বিশেষজ্ঞ ও রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। আজ (শনিবার, ৫ এপ্রিল) সন্ধ‍্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার নিজ বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার (বাংলাদেশি সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। এতে শঙ্কায় পড়েছেন পোশাক খাত দেশের অন্যান্য রপ্তানি খাতের ব্যবসায়ীরা।

পরদিন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করতে এনবিআর কাজ করছে। তিনি বলেন, ‘এটি যুক্তিসঙ্গতভাবে কমাতে পারলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ সমস‍্যা সমাধান হয়ে যাবে।